ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

অকালে চলে গেলেন সাংবাদিক পলাশ বড়ুয়া

প্রথম আলোর প্রতিনিধি ও দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া (৪৯) মারা গেছেন। বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যার দিকে সাংবাদিক পলাশ বড়ুয়া হঠাৎ হিটস্ট্রোক করেন। তাৎক্ষণিক প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেদিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়েছিল।

শারীরিক অবস্থার অবনতি হলে পলাশ বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মারা যান তিনি।

মৃত্যুকালে সাংবাদিক পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্র সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পলাশ বড়ুয়া দীর্ঘ দুই যুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। ছিলেন একাধিক সামাজিক সংগঠনের সমন্বয়ক। উপজেলার বাসীর কাছে মানবিক কলম যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

মফস্বলে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত বছরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পর পারিবারিকভাবে ধর্মীয় নিয়ম অনুসারে শেষকৃত্য অনুষ্ঠিত

আরও পড়ুন