৮ জুলাই ২০২৫

অক্টোবরে গণহারে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রাশিয়ার

বাংলাধারা ডেস্ক >>

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে করোনাভাইরাস মোকাবিলায় অক্টোবর থেকে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে রাশিয়া।

শনিবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখো বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে আগামী অক্টোবরে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে এটি।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, এ মাসেই রাশিয়ার তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে চিকিৎসক ও শিক্ষকদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

এদিকে, বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে মিখাইল মুরাসখো বলেন, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। এখন অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে।

শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি আশা প্রকাশ করে বলেন, মানবদেহে প্রয়োগের আগে ভ্যাকসিনের সত্যিকার অর্থেই পরীক্ষা করবে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে ২০টির বেশি ভ্যাকসিন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ