বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের সুচিকিৎসায় অর্ধ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ কনটেইনার হ্যান্ডলিং প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সোমবার (৬ জুন) সকালে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে যান এবং খোঁজ খবর নেন।
এসময় তিনি অগ্নিদগ্ধদের সুচিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান প্রদান করে বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড জাতির ক্রান্তিলগ্নে সব সময় অসহায় ও দুর্গতদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।