ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

অচেতন শিশুকে নিয়ে ভিক্ষাবৃত্তি, উদ্ধার করলেন এএসপি সুলতানা

বাংলাধারা ডেস্ক »

ঢাকার শাহবাগ থানা এলাকায় হাইকোর্টের মাজার গেটের সামনে খেকে অচেতন ও অসুস্থ শিশুকে নিয়ে ভিক্ষাবৃত্তি করার সময় কথিত বাবা-মাকে আটক করেছে পুলিশ। এরপর শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সদর দফতরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুলতানা ইশরাত জাহান।

বুধবার (১৭ জুলাই) বিকালে শিক্ষাভবন সংলগ্ন হাইকোর্টের সামনে দাঁড়িয়ে জহিরুল নামের ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করছিলেন। এ সময় ওই পথ দিয়ে অফিস শেষে বাসায় ফিরছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুলতানা ইশরাত জাহান। তিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন।

এএসপি সুলতানা ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার সন্দেহ হয়। একজন বাবা অসুস্থ শিশুকে নিয়ে কীভাবে সাহায্য চাচ্ছেন। আমি লোকটির কাছে জানতে চাইলে তিনি ঠিক উত্তর না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।’

এদিকে শিশুটিকে তার কথিত মা জোসনাসহ দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির পিঠে পুরাতন পোড়া জখম রয়েছে। সে খুবই অসুস্থ। এএসপি বলেন, ‘শিশুটিকে নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করি। প্রথমে শিশুটিকে বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে জেনারেল ওয়ার্ডে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে জরুরি বিভাগে আনা হয়।

এখানে প্রথমে ভর্তি না নিতে চাইলেও পরে তারা শিশু ওয়ার্ডে ভর্তি নেন। সেখানে নেওয়ার পর ওয়ার্ডের চিকিৎসকরা শিশুটিকে দেখে জানান, তার অবস্থা খুবই খারাপ। তাকে এখানে রাখা যাবে না। তার এই মুহূর্তে আইসিইউ দরকার। সেখানকার চিকিৎসকরা কিছুক্ষণ অক্সিজেন দিয়ে রেখে শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করেন। পরে আমি অক্সিজেন লাগিয়ে একটি ভাড়া অ্যাম্বুলেন্সে রাত সাড়ে ৮টার দিকে মহাখালীর ওই হাসপাতালের উদ্দেশে রওনা দেই।’

এএসপি সুলতানা ইসরাত জাহান বলেন, ‘মানবিক দিক থেকে শিশুটিকে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা করা দরকার, আমি তা-ই করবো।’ শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) শফিউল আলম বলেন, ‘শিশুটির কথিত বাবাকে আটক করে থানায় রাখা হয়েছে।

শিশুটির সঙ্গে থাকা কথিত মা জোসনা বলেন, তারা হাইকোর্টে ফুটপাতে থাকে। ভিক্ষা করে।’ পুলিশের জেরার মুখে জোসনা জানান, ৭ মাস আগে এক মহিলা তার কাছে শিশুটিকে দিয়ে চলে যায়। সেই থেকে তাদের কাছেই আছে।

চিকিৎসকরা বলেছেন, শিশুটি পুষ্টিহীনতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত। এএসপি সুলতানা ইসরাত জানান, ঢামেক হাসপাতাল থেকে যেসব সমস্যার কথা বলা হয়েছে, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তার ওই ধরনের কোনও সমস্যা নেই। তাই তারা আবার শিশুটিকে ঢামেক হাসপাতালে রেফার করেন। শিশুটি এখন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ