গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই নায়িকা।
বৃহস্প্রতিবার দিবাগত রাত ১২টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি জানান, ‘ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায ভোগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যাথা করছিল। গতকাল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। আজ হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।’
ফারিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। তবে আজকে রাতটা হাসপাতালে রাখতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।