বাংলাধারা ডেস্ক»
কর্ণফুলী নদীর মন্দির ঘাট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। যুবকের নাম বিজয় নন্দী।
সে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণ হাট গ্রামে সুব্রত নন্দীর ছেলে।
আজ (৯ জুন) সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে বিজয় নন্দীর মরদেহ শনাক্ত করেন।
এর আগে গতকাল (৮ জুন) বিকেল ৪টার দিকে সদরঘাট থানা নৌ-পুলিশ কর্ণফুলী নদী থেকে বিজয় নন্দীর মরদেহ উদ্ধার করে ।
সদরঘাট থানা নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কর্ণফুলী নদীর মন্দির ঘাট এলাকা থেকে গতকাল অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছিলো। আজ সকাল ৯টার দিকে মরদেহের প্যান্টের পকেটে পাওয়া সিলভার কালারের ব্রেসলেট দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।