রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে এক যুবক (১৮)। তিনি পবা উপজেলার কাটাখালির সিটি গেট এলাকার বাসিন্দা।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলপুকুর বাইপাস এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন। ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।