টাইগারদের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটারের নাম এলেও অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ক ইস্যুতে বিসিবির একাধিক বোর্ড পরিচালকদের ভোট সাকিবের ব্যালটেই—এমনটি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক।
মঙ্গলবার ক্রিকেট বোর্ড জরুরি বৈঠকে শেষে গণমাধ্যমে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এই মুহূর্তে সাকিবই সেরা অপশন। যে কারণে সাকিবের সুযোগই বেশি। তবুও যদি-কিন্তু রয়েছে। কেননা কত সময়ের জন্য তাকে দিচ্ছে এবং আরও কিছু বিষয়। তবে অধিকাংশই সাকিবকে চাচ্ছেন।
তিনি আরও বলেন, তালিকায় যে তিনজন রয়েছেন তাদের মধ্যে সাকিবের পাল্লাই ভারী। এখন সবকিছু আলাপ-আলোচনার মধ্যে দিয়েই হবে। কয়েকদিনের মধ্যেই ফাইনাল সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।