এশিয়া কাপে ফিরছেন না তামিম ইকবাল খান। একই সাথে ওয়ানডে অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সাড়ে ৯টায় তামিম ইকবাল নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তামিমের অনুপস্থিতিতে মেগা আসরটিতে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন সেটি পরে জানাবে বলে সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের ফেরা নিয়ে কয়েকদিন ধরে জোর গুঞ্জনের পর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তামিম। এরপরই এলো এমন সিদ্ধান্ত।
প্রসঙ্গত, আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন এই উদ্বোধনী ব্যাটার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে ছুটিতে যান দেড় মাসের জন্য। পরিবার নিয়ে ছুটি কাটানোর পর লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন।