ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

অনলাইনে জুয়া খেলে র‍্যাবের হাতে যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

bet 365— একটি অনলাইন জুয়ার ওয়েবসাইট। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা নিয়ে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ধরা হয় বাজি। এর পেছনে রয়েছে একটি চক্র। যে চক্রের সদস্যদের টার্গেট বেকার যুবক। অনেকেই এই জুয়ায় হারাতো শেষ সম্বলটুকুও। শুধু তাই নয়, এই জুয়ার মাধ্যমে দেশের টাকা পাচার হতো বিদেশেও। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে এক জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার (১৩ জুলাই) রাত ১১টায় খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী আমবাগান এলাকার কাউন্সিলর অফিসের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় জুয়া খেলার নগদ ৬ হাজার ৮১০ টাকাসহ একটি স্মার্টফোনও জব্দ করে র‍্যাব।

আটক মো. মনির হোসেন (৩২) কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়া পুসকুনি গ্রামের মৃত মো. আবুল কাশেমের ছেলে। বর্তমানে সে খুলশীর আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতো।

র‍্যাব জানায়, সে অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট ‘bet 365’ এর ‘ROYALS788’ এবং ‘Sanya346’ অ্যাকাউন্টসের মাধ্যমে খেলাধূলার বাজি ধরতো এবং আরও কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলার ও ভারতীয় মুদ্রায় রুপান্তরিত করতো। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিষিদ্ধ লেনদেনসহ নিয়মের বাইরে আর্থিক লেনদেনের মাধ্যমে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জুয়া খেলায় অংশগ্রহণ করে ই-ট্রানজেকশন সম্পন্ন করে। ফলে দেশের টাকা বিদেশে পাচার হতো।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আসামি মনির ডিজিটাল ডিভাইস মোবাইল ব্যবহার করে অনলাইন জুয়া খেলাসহ জুয়ার টাকা বিকাশের মাধ্যমে লেনদেনের কথা অকপটে স্বীকার করে এবং তার নিজ হাতে দেখানো মতে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং জুয়া খেলার নগদ ৬ হাজার ৮১০ টাকা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামির মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা পরিচালনার সাথে সম্পৃক্ততা, bet 365 নামক অনলাইন জুয়া সাইটে নিজ নামের ‘ROYALS788’ এবং ‘Sanya346’ এ্যাকাউন্টস সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের বিবরণসহ আরও অন্যান্য লেখা পাওয়া যায়। এছাড়া আসামির ব্যবহৃত বিকাশ একাউন্টে জুয়ার টাকার ই-ট্রানজেকশন বিবরণ সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

তার ব্যবহৃত ‘ROYALS788’ এ্যাকাউন্টসে ভারতীয় ২ হাজার ৩১৩ রুপি আছে। যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৭২৯ টাকা এবং ‘Sanya346’ এ্যাকাউন্টসে দশকিম ৩৫ ইউএস ডলার আছে যার মূল্য বাংলাদেশি টাকায় ৩১ টাকা।

আটক যুবক ও উদ্ধার আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন