কক্সবাজার প্রতিনিধি »
অনলাইনের মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদানের উদ্যোগ নিচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। এ লক্ষ্যে অনলাইনভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট সিস্টেম বাস্তবায়ন করার জন্য আমরিন ইনফো টেক লিমিটেডের (এআইটএল) সাথে চুক্তি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
বুধবার (১২ জুন) বিকেলে এ চুক্তি সম্পন্ন হয়। এ বিষয়ে কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, সেবাপ্রত্যাশীদের সহজ এবং কম সময়ে মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করা হচ্ছে।
সফটওয়্যারটি ডেভেলপ করা সম্পন্ন হলে সেবাপ্রতাশীদেরকে ভূমি ব্যবহার সংক্রান্ত সেবা গ্রহণের জন্য আর অফিসে আসতে হবে না। দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে এ সেবা গ্রহণ করা সম্ভব হবে। ফলে কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পাবে।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল মো. আনোয়ার উল ইসলাম এবং আমরিন ইনফু টেক লিমিটেড (এআইটএল) এর প্রতিনিধি ও কউকের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর