ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে শতাধিক প্রবীণ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে বাঁশখালীর বাণীগ্রামে এসব কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি স্থপতি প্রণত মিত্র চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র সহযোগী সম্পাদক কবি কামরুল হাসান বাদল বলেন, ‘যাদের মাঝে মানবতাবোধ আছে তারাই মানবসেবায় এগিয়ে আসে। আমাদের ধর্মীয় ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে দেখা যায়; প্রকৃত ধার্মিক ব্যক্তিরা অন্যের উপকারের জন্য সবসময় সচেষ্ট ছিলেন। মানবসেবা আর পরোপকারের জন্য যে সবসময় অর্থ খরচ করতে হবে- বিষয়টি এমন নয়। মনের ইচ্ছায় নানাভাবে, বিভিন্ন পন্থায় পরোপকার করা যায়। স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ, তাদের সেবা করা মহৎ কাজ। তাদের প্রতি উদার হওয়া, সুন্দর আচরণ-উত্তম ব্যবহার ও উপকার করলে ইহকাল-পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক রূপক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ২ নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহ্ উদ্দীন কামাল, নারীকন্ঠের উপদেষ্টা, কলামিস্ট রোকসানা বন্যা, ফাউন্ডেশনের সহ-সভাপতি অঞ্জন কান্তি বিশ্বাস, বিজয়লক্ষ্মী চৌধুরী, শিল্পী মিত্র চৌধুরী, শ্রাবণী মিত্র চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নির্মল পাল। বক্তারা প্রবীণদের আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যায় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং অনুরূপা ফাউন্ডেশনের কর্মযজ্ঞের প্রশংসা করেন। শেষে প্রবীণ নাগরিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন