বাংলাধারা প্রতিবেদন »
অপহরণের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জুন) ভোর ৫টা ২০মিনিটে ময়মনসিংহের তারাকান্দা এলাকার একটি রাইস মিলের সামনে কে বা কারা সৌরভকে ফেলে দিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরিরিজমের ইউনিট প্রধান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তারাকান্দা থেকে সৌরভকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে এসে সোহেল তাজও সৌরভকে ফিরে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
লাইভে তিনি বলেন, একটি সুখবর দেয়ার জন্য অমি লাইভে এসেছি। আজ ৫টা ২৭ মিনিটে আমার মামাতো বোন আমাকে ফোন করে বলেন যে, কিছু মানুষ, একটা লোকেশন থেকে কল আসে, সে কলে তারা বলেন যে, একটা ছেলেকে রাস্তার পাশে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। সে ছেলেটা খুব ছন্নছাড়া অবস্থায় আছে। সেই মানুষগুলো তাকে সেইফ জোনে নিয়ে রাখে।
এখন পুলিশি পাহারায় তাকে আমাদের কাছে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলেও লাইভে জানান সোহেল তাজ।
সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয় বলে দাবি করেন সোহেল তাজ। আর অপহরণের ১১ দিন পর ভাগ্নে ইফতেখার আলম সৌরভের সন্ধান পাওয়া গেলো।
বাংলাধারা/এফএস/এমআর