ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

অপ্রয়োজনীয় সিজার বন্ধে হাইকোর্টে ব্যারিস্টার সুমনের রিট

বাংলাধারা ডেস্ক »

দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সন্তান জন্ম দেওয়ার জন্য প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই রিট দায়ের করেন। রিটে প্রসূতি মায়েদের সন্তান জন্মদানের জন্য অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কেনো বন্ধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারির জন্য তিনি হাইকোর্টের কাছে আবেদন করেছেন।

ব্যারিস্টার সুমন জানান, আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ‘সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে, যা আশঙ্কাজনক।

তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কেবল আর্থিক সুবিধার জন্যই হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতি মায়েদের সিজার করাতে বাধ্য করেন। প্রায় ৯৫ শতাংশ ক্লিনিক এই কাজ শুধু টাকার জন্য করে বলেও যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন যদি বন্ধ করা না যায়, তাহলে এটি সংকটজনক অবস্থায় মোড় নিবে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন