সীতাকুণ্ড প্রতিনিধি »
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সীতাকুণ্ডের যুবক মেহরাজ ভূইঁয়া (২২)।
নিহত মেহরাজ ভূইঁয়া সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নডালিয়া হারুন ভূঁইয়া বাড়ির হুমায়ুন ভূইঁয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহরাজ পাঁচদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। তিনি প্রথমে চট্রগ্রাম পরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন, আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। বিকালে দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।