বাংলাধারা প্রতিবেদক »
নগরের নাসিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ১৫ (পনের) শতক সরকারি সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ১০ কোটি টাকা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
জেলা প্রশাসন সূত্র জানায়, পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ (পনের) শতক সম্পত্তির মালিক সরকার। ওই সম্পত্তি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা করলে সরকারের পক্ষে রায় হয়। তবে রায়ের পরও ভূমি দস্যুচক্র ওই ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে উদ্ধার করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। অবৈধ নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। সরকারি আদেশ অমান্য করে রাজবাড়ী হোল্ডিং লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানি জায়গাটিতে স্থাপনা নির্মাণ করছিল। সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যেই হউক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।