ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেলা প্রশাসনের সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাধারা প্রতিবেদন »

ক্ষমতা অপব্যবহার, অনিয়ম, মিথ্যা তথ্য দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ হেফাজতে সম্পদ রাখার দায়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

আসামি মো. আবদুল গফুর (৫৭) রাঙ্গামাটি জেলার তলবছড়ি থানার উমদামিয়া হিল এলাকায় আবদুল হাকিমের পুত্র। দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণী ৬৪ লাখ ২৪ হাজার ৪৭৯ টাকা অসঙ্গতিপূর্ণভাবে নিজ হেফাজতে ভোগ দখলে থাকার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ক্ষমতা অপব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে নিজ দখলে সম্পদ রাখার অভিযোগে সার্ভেয়ার আবদুল গফুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আবদুল গফুর ভূমি অফিসে দুর্নীতি জালিয়াতির আশ্রয় নিয়ে সম্পদ অর্জন করেন। এ মামলার মাধ্যমে দুর্নীতির বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন