ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

অরিজিন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি শিশুকিশোর চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

সমাজকল্যাণ মূলক সংগঠন অরিজিন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা-২১ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ মার্চ) নগরীর আন্দরকিল্লাস্থ জে. এম. সেন হলে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন কৃষকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী আনেয়ার হাফিজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের নেতা সন্দীপন সরকার মান্না এবং অরিজিন ফাউন্ডেশনের পরিচালক ও চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা শিশির পারিয়াল।

উদ্বোধনী বক্তৃতায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোকপাত করেন এবং শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানার জন্য উৎসাহিত করেন।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল প্রতিযোগীদের অংশগ্রহনের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন লায়ন অধ্যাপক মিল্টন কুমার নাথ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন