আন্তর্জাতিক ডেস্ক »
নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন নিলামের ফরমেট আবিষ্কারের জন্য এবছর যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজনকে অর্থনীতিতে নোবেল দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার বিকালে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসনের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি।
সুইডিশ একাডেমি বলছে, তাদের এই আবিষ্কার নিলামের চর্চায় ব্যাপক পরিবর্তন সাধন করেছে। নিলাম কীভাবে কাজ করে সেটা দেখার জন্য তারা মূলত গবেষণা করেছেন। রেডিও ফিকুয়েন্সির মতো যেসব পণ্য ও সেবা সামগ্রীকে প্রথাগতভাবে বিক্রি করা কঠিন, সেসব খাতের জন্য তারা নতুন করে একটি নিলামের ফরম্যাট আবিষ্কার করেছেন। তাদের এই উদ্ভাবন সমগ্র বিশ্বের ক্রেতা, বিক্রেতা ও করদাতাদের কাজকে আরও সহজতর করবে।
বাংলাধারা/এফএস/এএ