বাংলাধারা ডেস্ক »
চলমান করোনা পরিস্থিতির প্রভাবে সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
আর এই সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক যুবনেতা মোহাম্মদ সাজ্জাদ আলী।
বুধবার(২৯ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, সেবাই মানবতা, আর সেই মানবতাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান লক্ষ্য।দেশের এই ক্রান্তিকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের দিক নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ জনগণের পাশে আছি।
এতে আরো উপস্থিত ছিলেন ইউএসটিসি ছাত্রলীগের সভাপতি, মহানগর ছাত্রলীগ নেতা রাকিবুল হুদা, চান্দগাঁও থানা ছাত্রলীগের সংগঠক এহতেশামুল হক চৌধুরী, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ নেতা ইসফাকুল ওয়াজেদ, চকবাজার থানা ছাত্রলীগের সংগঠক মো. রিদুয়ান প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর