ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস উত্তরণে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় পবিত্র মায়ে রমজান উপলক্ষে হতদরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী পৌঁছে দিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বুধবার (২৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মহামারী করোনা উত্তরণে মাটিরাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যাবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় এিপুরা।

ইফতার সামগ্রী বিতরণ শেষে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরে পুরো উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মং ক্যাচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য রাম্রাচাই চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন