সাদমান সময়, মিরসরাই প্রতিনিধ »
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রলীগ ৩দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
৩দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (১৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে ২০০ জন অসহায় গরিব ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা ও সদস্য নাজমুল হোসেন মুন্নাসহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা তিনদিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ দ্বিতীয় দিন উপজেলার বড়দারোগারহাট থেকে করেরহাট বাজারের ২০০জন গরিব ও ভবঘুরেদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছি।
৩য় দিনের কর্মসূচিতে রয়েছে দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেছায় রক্তদান কর্মসূচি।
বাংলাধারা/এফএস/এআই