খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের অসহায় হত দরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা পৃথিবী যখন দিশেহারা তখন সরকারের দেওয়া কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রদের পাশে দাড়িয়েছেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোন।
বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে গুইমারার সিন্দুকছড়ির দুর্গম মুখপাড়া এলাকায় দুই শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
মানবিক সহায়তা হিসেবে তাদের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবণ, সাবানসহ খাদ্যসামগ্রী দেন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক।
খাদ্যসামগ্রী বিতরণের সময় সিন্দুকছড়ি জোনের উপঅধিনায়ক মেজর মো. এমরান হোসেনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআই