ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

অস্কারে সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

বিনোদন ডেস্ক »

‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন।

হলিউডের ডলবি থিয়েটারে রোববার বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর বসে।

জীবনীনির্ভর সিনেমা ‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ এ ট্যামি ফায়ে বাকেরের চরিত্রটি ফুটিয়ে তোলেন জেসিকা, যিনি মৃত্যুর আগ পর্যন্ত এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের একজন সক্রিয় অধিকার কর্মী ছিলেন।

পুরস্কার নেওয়ার সময় জেসিকা বলেন, ‘আমরা সবাই আশা করি, আমরা যেমন, আমরা যাকে ভালোবাসি সবাই যেন সেভাবেই আমাদের গ্রহণ করে, এবং এমন একটা জীবন প্রত্যাশা করি যেখানে সহিংসতা বা আতঙ্কের ভীতি থাকবে না।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ