ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) পরিচালিত অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, আগ্রাবাদ মোড়ের ওরিয়েন্ট রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকার বিচরণ ছিল স্বাভাবিক বিষয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই এলাকায় অবস্থিত আল্লাহর দান ভাত ঘর-এ খাবার প্রস্তুতে অননুমোদিত কেমিক্যাল হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী রাখার কারণে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নিউ আগ্রাবাদ কুলিং কর্নার-কে পণ্যের মোড়কবিধি লঙ্ঘনের জন্য ৪ হাজার টাকা, মেসার্স আগ্রাবাদ ফার্মেসি-কে নিয়মবহির্ভূত কার্যক্রমের জন্য ২ হাজার টাকা, এবং রং এন্টারপ্রাইজ-কে প্রতিশ্রুত সেবা না দেওয়ার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন