ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

অ্যাতলেটিকোর দুঃসময় বাড়ালো বার্সেলোনার অবিশ্বাস্য কামব্যাক

লা লিগায় রোমাঞ্চকর এক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ব্লু-গ্রানারারা মাত্র ২৮ মিনিটের মধ্যে চার গোল দিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ের সুবাদে তারা রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে, যদিও শুধুমাত্র গোল ব্যবধানের ভিত্তিতে।

ওয়ান্দা মেত্রোপলিতানোতে ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ। আতোয়ান গ্রিজমানের পাস থেকে জুলিয়ানো সিমেওনে বল বাড়ান হুলিয়ান আলভারেজের দিকে, আর আর্জেন্টাইন ফরোয়ার্ড সেটিকে গোলে পরিণত করেন। দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে বদলি হিসেবে নামা আলেকসান্দার সরোলথ অ্যাতলেটিকোর লিড দ্বিগুণ করলে মনে হচ্ছিল, জয় নিশ্চিত সিমিওনের দলের জন্য।

কিন্তু সেখান থেকেই শুরু হয় বার্সেলোনার ঐতিহাসিক কামব্যাক। ৭২তম মিনিটে ইনিগো মার্তিনেসের ক্রস থেকে বুক দিয়ে বল নামিয়ে দুর্দান্ত শটে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি। ৭৮তম মিনিটে রাফিনিয়ার ক্রসে মাথা ছুঁইয়ে জালে বল পাঠান ফেরান তরেস, স্কোরলাইন তখন ২-২।

ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইয়ামালের শট অ্যাতলেটিকোর এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় বার্সা। এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে ফেরান তরেস দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেন।

এই হারে লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের অবস্থান আরও কঠিন হয়ে গেল, কারণ তারা এখন বার্সা ও রিয়ালের থেকে চার পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেল জাভির দল।

আরও পড়ুন