বাংলাধারা ডেস্ক »
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ উদ্যোগে সীতাকুণ্ড KR Steel Structure Ltd ১২তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) এ ট্যুর অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. শরিফুল হক, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন।
১২তম ব্যাচের ৫০জন ছাত্র ইন্ডাস্ট্রিয়াল স্টাডি ট্যুরে যান। ১৫ জনের ১টি গ্রুপ করে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতি গ্রুপে একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষণ ও তাদের কাজের প্রক্রিয়া এবং যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করে।
কে আর স্টিল স্ট্রাকচার লিমিটেড’র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন ও উক্ত ইন্ডস্ট্রি ইনচার্জ, কর্মরত ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ ১২তম ব্যাচের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক প্রদান করেন। ট্যুরে অংশগ্রহনকৃত ছাত্রদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
ছাত্রদের আগামী দিনের চ্যালেঞ্জিং ভূমিকা রাখার জন্য এবং পরিশ্রমী ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতি নির্দেশনা প্রদান করেন। ডিপার্টমেন্ট শিক্ষক ও ইন্ডাস্ট্রি কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি