বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান এসআইজি ওভারসিজ’র উদ্যোগে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ক ফ্রি ওয়েবিনার আয়োজন করা হয়েছে।
ঘণ্টাব্যাপী ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এটি পরিচালনা করবেন ভারতের ব্যাঙ্গালোরের টেগোর ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাথী চক্রবর্তী।
এতে আইইএলটিএস পরীক্ষার মক টেস্ট, রিডিং, রাইটিং, লিসনিং ও স্পিকিং বিষয়ে এবং সর্বোপরি বেশি স্কোর অর্জনের ব্যাপারে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হবে। ওয়েবিনারটিতে অংশগ্রহণ করতে আগ্রহীরা ০১৮৮৬৮৫১০২২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।