ksrm-ads

১০ নভেম্বর ২০২৪

ksrm-ads

আইয়ুব বাচ্চু ছাড়া ছয় বছর!

রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু চলে যাওয়ার ছয় বছর পূর্ণ হলো। ২০১৮ সালের এই দিনে (১৮ অক্টোবর) প্রয়াত হন অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী।

যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয়।

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর।

আচমকা ২০১৮ সালের এইদিনে বিদায় নেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছিলো আপামর জনতার প্রাণ।

তার শোক যেনো এখনো ভুলতে পারছেন না ভক্ত শ্রোতারা। বিগত ৬ বছর ধরে তিনি সশরীরে না থাকলেও নানাভাবে স্মরিত হচ্ছেন।

আইয়ুব বাচ্চুর আত্মার শান্তি কামনায় শুক্রবার (১৮ অক্টোবর) দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। মগবাজারের সেলেব্রেশন কমিউনিটি পয়েন্টে অনুষ্ঠিতব্য এই আয়োজনটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিসিয়ান’স ক্লাব, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল।
বাংলাধারা/ডেক্স

আরও পড়ুন