আন্তর্জাতিক ডেস্ক »
আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমের একটি পাহাড়ী এলাকায় একটি আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে। ৮শ’ বছর আগে সর্বশেষ এই আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়েছিলো।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, তারা আগে থেকেই এই উদগীরণের আশঙ্কা করছিলে। গত তিন সপ্তাহে ওই আগ্নেয়গিরি ও আশপাশের এলাকায় ৫০ হাজারেরও বেশিবার ভূমিকম্প হয়েছে।
রাজধানী রিকজাভিক থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ইতোমধ্যে ওই অঞ্চল ও তার আশপাশের এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার সেখানকার সময় রাত পৌনে নয়টার দিকে এই উদগীরণ শুরু হয়। এর আগে ২০১০ সালে আর একটি আগ্নেয়গিরির উদগীরণের কারণে ইউরোপজুড়ে বিমানচলাচল স্থগিত হয়ে যায়। সূত্র: চ্যানেল আই
বাংলাধারা/এফএস/এআর