১২ জুলাই ২০২৫

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য হলেন মিরসরাইয়ের গিয়াস

বাংলাধারা প্রতিবেদন  »

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৫৫ সদস্যের এই উপ-কমিটি অনুমোদন দেন।

বিশিষ্ট কৃষিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মির্জা জলিলকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করে সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০১৯-২০২১ মেয়াদে কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

গিয়াস উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

মো. গিয়াস উদ্দিনকে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ‘সদস্য’ নির্বাচিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবেন বলেও জানান মো. গিয়াস উদ্দিন।

প্রসঙ্গত, তিনি চট্টগ্রাম এমইএস কলেজের সাবেক ভিপি ও জিএস মুক্তিযোদ্ধা আবুল বশর, মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম খায়রুল আলম খায়ের, বর্তমান চেয়ারম্যান এডভোকেট এম এ কাশেম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি’র ছোট ভাই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন