বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আকবরশাহ থানা এলাকায় এক গৃহ বধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার সময় আকবরশাহ এলাকার এজি ব্লকে মোকারমের ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত মৃত ওই গৃহবধুর নাম পরিচয় জানে না পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জামাল হোসেন বলেন, বাসার দরজা খোলা ও নিচে গৃহবধুর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় বাড়ির কেয়ারটেকার। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে নিহতের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিরি আরো বলেন, তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয়ও জানা যায়নি। তার স্বামী পলাতক ঘটনার পর থেকেই পলাতক।
বাংলাধারা/এফএস/এআই