‘আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম’- নামে সম্ভাবনাময়ী বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা
৪৮ লক্ষ টাকা ব্যাজেটের এই পরিকল্পনার মূল লক্ষ্য জাতীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১৫-১৭ বছর বয়সী ক্রিকেটারদের বাছাই কার্যক্রম শুরু হবে আগামী ৬ মার্চ।
প্রতি জেলা থেকে ৬ জন করে মোট ৬৬ জনকে বাচাই করে দীর্ঘমেয়াদী ক্যাম্পিং করার কথা জানায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্হা।
খেলোয়াড় বাছাই, দীর্ঘমেয়াদী স্কিল ক্যাম্প এবং প্রতিযোগিতা আয়োজনের মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৪৮ লাখ টাকা। চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং সংস্থার আহবায়ক আ জ ম নাছির উদ্দীন এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।
সোমবার সকালে এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্হা কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক আ জ ম নাছির উদ্দীন,সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, জ্যেষ্ঠ্য ক্রীড়া সংগঠক আলী আব্বাস