৮ জুলাই ২০২৫

আগামী একশ বছরের জন্য ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’র কাজ শুরু করেছিঃ ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি »

ভূমিমন্ত্রী সাইফুজ্জজামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আগামী একশ বছরের জন্য বাংলাদেশ ডিজিটাল সার্ভে’র (বিডিএস) কাজ শুরু করেছি। যা দিয়ে আগামী একশ বছর চলবে’।

শনিবার (০২) জানুয়ারি রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া জৈদ্দার হাট বাজারে ডিজিটাল ভূমি জরিপ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এটিএম নাসির মিয়া।

ভূমিমন্ত্রী বলেন, আমি মন্ত্রণালয়ে বলে দিয়েছি, অচিরেই ভূমি দখলস্বত্ত্ব আইন বাস্তবায়ন  করব।  ভূমি  মন্ত্রণালয়ে আমি আজীবন থাকবনা।আমার পরিকল্পনাগুলো  বন্ধ হবেনা। আগামীতে যারা আসবে তারা আমার কাজগুলো এগিয়ে নেবে। আমি আগামী ২০/৩০ বছরের  পরিকল্পনা হাতে নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অনলাইন ম্যানেজমেন্ট এন্ড সার্ভে সফটওয়্যার এর উদ্বোধক মোঃ মুমিনুর রশীদ,ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক,২নং বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,৩নং রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী ডিজিটাল  সার্ভে কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ