বাংলাধারা ডেস্ক »
মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় আগাম জামিন মিলছে না বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের। কেননা সুপ্রিম কোর্টের বিধি ও চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে এ মুহূর্তে কোনো ধরনের আগাম জামিন শোনা যাবে না বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে গেল সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কলেজছাত্রী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় আনভীরকে আসামি করে মামলা করেন মৃতের বড় বোন নুসরাত জাহান। মামলায় আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
সেই মামলাতেই বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি ১৪ নম্বর ক্রমিকে ছিল।
বেলা পৌনে ১১টার দিকে কার্যক্রম শুরু হলে আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, ‘আপনাদের আরজির কারণে আমরা গতকাল বলেছিলাম, কিছু আগাম জামিন আবেদন শুনব। তবে কবে শুনব বলিনি। সুপ্রিম কোর্টের বিধি ও বর্তমান সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে এ মুহূর্তে কোনো ধরনের আগাম জামিন শোনা যাবে না।’
আদালত আরও বলেন, ‘১৩ থেকে ২৭ পর্যন্ত আইটেম (আগাম জামিনের আবেদন) ভুলভাবে এসেছে। নির্দেশনা ছিল ভবিষ্যতে আসবে, কিন্তু আজ ভুলক্রমে এসেছে। সুতরাং আগাম জামিন আবেদনের শুনানি হবে না।’
বাংলাধারা/এফএস/এআই