ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর ও একটি দোকান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ঘর। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে পোমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর করিম সাব্বু বলেন, ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শফি ও আব্দুল্লাহর ঘরের পাশে আমার ঘর। ঘরে আগুন লাগলে হইচই শুরু হয় এবং মসজিদের মাইকে ডাকা হয়। এ সময় আমি ফায়ার সার্ভিসের অফিসে ফোন করি।

রবিবার (৩০ অক্টোবর) ভোর ৬ টা ৪৫ মিনিটে উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্রপাত বলে জানান ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শফি।

তিনি বলেন, আমার দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। চালের গুদাম, ফ্রিজ, মালামাল কিছুই বের করতে পারিনি। দোকানের সাথে লাগানো ক্ষতিগ্রস্ত আব্দুল্লাহর ঘরেরও সবকিছু আগুনে পুড়েছে। বের করতে পারেনি একটি কাগজও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সকাল ৭ টা ১৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।

স্থানীয় ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ জানান, হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে শফির একটি দোকান ও আব্দুল্লাহর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন