কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বুধবার (২৪ মার্চ) বিকেলে হেলিকপ্টারে করে তিনি বালুখালীতে পৌঁছান। এরপর পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে র্যাবের ত্রাণ হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটি জানিয়েছে র্যাব সূত্র।
ক্ষতিগ্রস্থ ক্যাম্প পরিদর্শন শেষে র্যাব-১৫ এর উদ্যোগে বাস্তুহারা রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, অনাকাঙ্খিত অগ্নিকান্ডে আপনারা (রোহিঙ্গারা) অনেকে স্বজন হারিয়েছেন। পুড়ে নিঃশেষ হয়েছে সর্বস্ব। আমরা আপনাদের সমবেদনা জানাতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয় দিয়েছেন, তিনি আপনাদের পাশে আছেন। আপনাদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার সবকিছু করছে। এর আগে আবারো মাথাগুজার ঠাঁই নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল এমপি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার অনাকাঙ্খিত একটি ভয়াবহ অগ্নিকান্ডে বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরসহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাঁবু টানিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বাস করছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ৩ হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্টসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে। কি কারণে এমন দুর্ঘটা ঘটলো- তা তদন্তে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৮সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন।

বাংলাধারা/এফএস/এআর