বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বানিজ্যিক এলাকা আগ্রাবাদের দু’টি রেস্টুরেন্টকে ৯০ হাজারা টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহশ্পতিবার (২৩ মে) সকালে আগ্রাবাদের নিউ ওরিয়েন্ট রেস্টুরেন্ট এবং ঘরানা রেস্টুরেন্ট এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের ভ্রাম্যমান আদালত।
মাহফুজা জেরিন জানান, নিউ ওরিয়েন্ট রেস্টুরেন্ট এ মেয়াদোত্তীর্ন পায়েস, নষ্ট বিস্কুটের গুড়া, বেসন পাওয়া যায়। এছাড়াও রান্না করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে। তার উপর রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি জেলা প্রশাসনের লাইসেন্সও নেয়নি।
তিনি বলেন, নিউ ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ভিন্ন দু’টি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাহফুজা জেরিনের আরো বলেন, ঘরানা রেস্টুরেন্ট এ অভিযানে দেখা যায় হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ বাঘাবাড়ি ঘি রান্নার কাজে ব্যবহার করছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এর ৪২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর