বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের আগ্রাবাদে দু’পক্ষের সংঘর্ষে মো. হাশিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাবে তাৎক্ষণিক আহতের পরিচয় জানা যায় নি।
বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় জাম্বুরি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাশিমের বাড়ি হালিশহর থানাধীন রঙ্গিপাড়ায়।
বিষয়টি নিশ্চিত করে ডাবলমুরিং জোনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল ওয়ারীশ বলেন, ‘একটি বাস ও টেম্পুর সঙ্গে ধাক্কা লাগা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে হাশিম নামের এক যুবক নিহত হয়েছেন।’
বাংলাধারা/এফএস/এআই