চট্টগ্রামের ফটিকছড়ির আসন্ন উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে প্রতিটি গাড়ীতে মাইক ব্যবহার ও ছবি টি-শার্ট পরিধান করায় এক চেয়ারম্যান প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মে) বিকালে উপজেলার আজাদীবাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
জরিমানাপ্রাপ্ত প্রার্থী হলেন— চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী বখতেয়ার সাঈদ ইরান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উল্লিখিত প্রার্থী প্রতিটি গাড়িতে একাধিক মাইক এবং ছবি যুক্ত টি শার্ট ব্যবহার প্রচারণা করছিলেন। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ (ক) ও ২১ (১) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়, পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।