বাংলাধারা প্রতিবেদন »
আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেট দুনিয়ার সব থেকে বড় লড়াই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ওভালে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে আজ।
কিন্তু শুরুর আগে যে রং ছিটানো, আলোর ঝরনাধারা আর সুরে ভাসানোর আনুষ্ঠানিকতা, সে সব ওই সারপ্রাইজ শো’র মোড়কে ঢাকা ‘ওপেনিং পার্টি’তেই হয়ে গেছে। এবারের বিশ্বকাপের হট ফেবারিট ইংল্যান্ড এর আগে কোনোবারই জিতে চ্যাম্পিয়ন হতে পারেনি। বরাবরই বড় মঞ্চে চাপের কাছে ভেঙে পড়েছে তারা। তবে এবার আর চাপের কাছে ভেঙে পড়বে না ইংলিশরা, এমন আত্মবিশ্বাসের কথাই জানালেন অধিনায়ক ইয়ন মরগ্যান। দ্য ওভালে উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে মরগ্যান বলেন, ‘আমরা একটি দল হিসেবে ভালো খেলছি। আমাদের উপর থাকা প্রত্যাশা ও ফেবারিটের তকমা সেঁটে যাওয়ার এটা একটা বড় কারণ।
শেষ দুই বছরে, বিশেষ করে ঘরের মাঠে আমরা অসাধারণ খেলেছি। গত বিশ্বকাপেও আমি এবং আমার দলের অনেকেই খেলেছে। সেবার আমাদের উপর কম প্রত্যাশা ছিলো; কিন্তু আমরা সেটাও ঠিকমতো পূরণ করতে পারিনি। তবে এবার আমরা ফেবারিট। আর এই পরিবর্তনটা আমার সামনেই ঘটেছে।’
বাংলাধারা/এফএস/এমআর/বি