বাংলাধারা প্রতিবেদন »
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)র মুখোমুখী হবে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে।সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ সরাসরি।
টানা চার ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে লিগ ওয়ানের দলটির। আজকের ম্যাচে খেলবেন অ্যাঙ্গেল ডি মারিয়া, এডিনসন কাভানি, মাউরো ইকার্দির পাশাপাশি পরিকল্পনা সাজাতে ইনজুরি থেকে ফেরা নেইমার ও কিলিয়ান এমবাপেকেও।
এদিকে, চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে এ লস-ব্লাঙ্কোসদের। প্যারিসে হারের প্রতিশোধ নিতে শিষ্যদের প্রস্তুত করেছেন মাদ্রিদ বস জিনেদিন জিদান।
এদিকে, একই সময়ে আরেক ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত হওয়ায় চাপহীন আছে জুভেন্টাস। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই পাচ্ছে চোট কাটিয়ে ফেরা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। আর এ ম্যাচে হার গোল সঙ্কটে থাকা অ্যাতলেটিকোকে নকআউটের পথ বন্ধ করতে পারে।
বাংলাধারা/এফএস/টিএম