বিনোদন ডেস্ক »
‘জাদুকর’ জুটি প্রীতম-শেহতাজের পাঁচ বছরের পরিচয়-প্রেমের সফল পরিণতি ঘটছে শুক্রবার (২৮ অক্টোবর) বিয়ের পিঁড়িতে বসার মাধ্যমে। এরমধ্যে হয়ে গেছে ঘরোয়া আয়োজনে মেহেদি সন্ধ্যাও।
আনন্দ খবরটি নিশ্চিত করেছেন প্রীতম হাসানের বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসান। আগেই উল্লেখ করা প্রয়োজন, প্রতীক-প্রীতম দুই সহোদর অকাল প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান।
প্রতীক জানান, আপাতত নিজ নিজ ঘরোয়া পরিসরে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। শিগগিরই হবে বড় আয়োজন। তিনি বলেন, ‘বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবেই হচ্ছে। একেবারে ছোট পরিসরে। ওরা (প্রীতম-শেহতাজ) একে অপরকে পছন্দ করতো। সেই সূত্রে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। তবে দ্রুতই বড় পরিসরে সংবর্ধনা হবে।’
জানা গেছে, প্রীতম-শেহতাজের পরিচয় ও প্রেম বছর পাঁচেকে আগে ‘জাদুকর’ নামের একটি গানচিত্রের সুবাদে। প্রীতমের গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। এতে প্রীতম নিজেও অভিনয় করেছেন। গানচিত্রটি প্রকাশ হয় ২০১৭ সালে গানচিলের ব্যানারে।
এর আগে-পরে প্রীতম-শেহতাজ দুজনেই নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন একাধারে গানে ও অভিনয়ে! এরমধ্যে প্রীতম সুপারহিট গান-ভিডিও উপহারের পাশাপাশি অভিনয় করেছেন বেশ ক’টি ওয়েব সিনেমাতেও। যারমধ্যে অন্যতম আদনান আল রাজীবের ওয়েব-ফিল্ম ‘ইউটিউমার’। বিপরীতে শেহতাজ তার মডেল ও অভিনয়ের ঝলমলে ক্যারিয়ারের পাশাপাশি চমকে দেন গান গেয়ে। বিশেষ করে তার গাওয়া অদিত ফিচারিং ‘উড়ে যাই’ গানটি মুগ্ধতা ছড়ায় শ্রোতামনে।