ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

শিক্ষকদের সম্মানে আমরা জেগে রই

আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন ‘ঈআশিনি’ অবসরপ্রাপ্ত সাবেক ও বর্তমান শিক্ষক

Teacher

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়। শিক্ষা সমাজে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে এবার ব্যতিক্রমী উদ্যোগের দেখা মিললো। শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ পেলেন কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন (ঈআশিনি) অবসরপ্রাপ্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়।

এসময় ৫০ জন শিক্ষকদের হাতে আদর্শ শিক্ষক সম্মাননা স্মারক, উপহার ও উত্তরীয় তুলে দেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়া ৮ জন অফিস সহকারীকেও সম্মাননা প্রদান করা হয়।

স্কুল ক্যাম্পাস ঘুরে দেখা যায়, অবসরপ্রাপ্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মানিত করতে সাজানো হয়েছে পুরো স্কুল ক্যাম্পাস। শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে সেজেছে ক্যাম্পাসের বিবর্ণ দেয়াল গুলো। দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা হয়েছে ‘শিক্ষাগুরুদের’ সম্মান ও মর্যাদার বার্তা।

শুধু তাই নয়, অনুষ্ঠান শুরুর আগে স্মৃতিবিজড়িত প্রিয় বিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এরপর আসেন প্রাক্তন ও বর্তমান শিক্ষকরা। তাদের (শিক্ষাগুরুদের) লালগালিচায় ফুল দিয়ে বরণ করে নেন বর্তমান শিক্ষার্থীরা। তারপর প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন স্কুলজীবনের। তাঁরা যেন ফিরে গেছেন স্কুলজীবনের সেই সোনালি সময়ে। সবাই মিলে করেছেন আনন্দ ভাগাভাগি। প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের এমন উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (ঈআশিনি) বিদ্যালয় প্রাঙ্গণে। তাদের মেলবন্ধনে আনন্দময় ও রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

ঈআশিনি প্রাক্তন শিক্ষার্থী মো. কাউছার বলেন, আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মানিত করতে এ আয়োজন করেছি। শিক্ষকদের সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত। জাতি গড়ার কারিগরদের কোনভাবে অসম্মান করা যাবে না। আমাদের কাছে শিক্ষকদের সম্মান সবার আগে। তাদের শিক্ষায় আমরা আদর্শ মানুষ হয়ে গড়ে উঠেছি।

ঈআশিনি সিনিয়র সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, ভাবতে আপ্লুত হই, আমাদের শিক্ষার্থীরা মেধা ও মননে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। নিজ নিজ অঙ্গনে তাঁরা সুপ্রতিষ্ঠিত। তাদের কর্মব্যস্ত জীবনেও তাঁরা আমাদের ব্যতিক্রম আয়োজনে সম্মাননা দিচ্ছে-এটাই শিক্ষকজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

ঈআশিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আলমগীর বলেন, প্রযুক্তির সহযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে এ রকম একটি অনুষ্ঠানের মাধ্যমে সুনাগরিক গড়ার প্রধান কারিগরদের সম্মান জানাচ্ছে, আমাদের খোঁজ রাখছে। একজন শিক্ষকের কাছে এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে গর্ব করতে পারি। আমি আমার সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করি।

ঈআশিনি বর্তমান প্রধান শিক্ষক শহিদুল হক বলেন, শিক্ষকরা কর্মজীবনে থাকলে যে সম্মান পান, অবসরজীবনে সেভাবে মূল্যায়িত হন না। তবে এর মধ্যে ব্যত্তিক্রম যে হয় না, তার প্রমাণ ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন (ঈআশিনি) প্রাক্তন শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় গৌরব বোধ করছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ