মোহাম্মদ সৈকত »
নগরীতে ‘লেডি গ্যাং লিডার’ খ্যাত তাহমিনা সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার সময় সিমির পক্ষে আদালতে কোন আইনজীবী ছিল না।
সূত্রে জানা যায়, সিমির আইনজীবী আদালত চলাকালীন সঠিক সময়ে উপস্থিত থাকতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় বিচারক আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ।
বাংলাধারা/এফএস/এআই