৮ জুলাই ২০২৫

আনোয়ারায় অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্বার

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা সাত্তার হাট এলাকা সাত্তার হাট -মুরালি সড়কের কালভাটের নিচে থেকে অর্ধলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, বুধবার বিকালে স্থানীয়দের খবরে আনুমানিক বিশ-ত্রিশ বছরের অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই, পরনে থ্রিপিছ।  ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মর্গের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ