বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আসামীকে আদালতে হাজির করা হয়েছে জানিয়েছে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তার আরমান হোসেন (২০) উপজেলার বারশত ইউনিয়ন দিঘীর পাড় এলাকার আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার এসআই বিকাশ রুদ্র বলেন, বারখাইন ইউনিয়ন শিলাইগড়া খালের পাশে জমিতে সিএনজি অটোরিকশায় এক নারীকে কয়েকজন লোক মিলে ধর্ষণ করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করি। এসময় আরও কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার চালক আরমান ওই নারীকে টাকার লোভ দেখিয়ে নিয়ে আসেন। এ ঘটনায় শিলাইগড়া এলাকার মো. রাশেদ নামে একজনও জড়িত আছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আরমানকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাধারা/এফএস/এইচএফ