ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকায় এক বিএনপি নেতার বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জানুয়ারি) গভীর রাতে দেয়াং রেস্টুরেন্টের পরিচালক ও বিএনপি নেতা গিয়াস উদ্দীন বেলুর বসতঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকারসহ নিয়ে যায় বলে মামলার এজহারে উল্লেখ করেন তিনি।

ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।এ ঘটনায় থানায় ডাকাতি মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে বাদী বিএনপি নেতা গিয়াস উদ্দিন বেলু জানান,তার বৈরাগ দক্ষিণ বন্দর এলাকায় নিজ বাড়ীতে প্রতিদিনের ন্যায় রাত ১১টা ৩০ মিনিটে তার প্রতিষ্ঠান দেয়াং রেস্টুরেন্ট থেকে বাসায় যান এবং ১২টা ৩০ মিনিটে রাতে খাবার শেষ করে সবাই যার প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ৩টার ১৫ মিনিটে ঘুম ভাঙ্গলে মুখোশ পড়া ৫-৬ জন লোক অস্ত্র তাক করে আছে।এসময় তিনি তারা কারা জিজ্ঞেস করলে তারা ডাকাত এবং ডাকাতি করতে এসেছেন বলে জানায়। পরে তারা চাবি নিয়ে আলমারি থেকে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা এবং ০৮ ভরি ওজনের স্বর্ণালংকার যার মধ্য রয়েছে গলার হার, হাতের মুড়ি,স্বর্ণের কানের দুল ও ০৫ বছর ০৬ মাস মেয়াদী ইউসিবিএল ব্যাংকের ২টি এফডিআার কপি। যার মূল্য সর্বমোট ২৬ লাখ ৬০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।ডাকাত দলের সদস্যদের সকলেই মুখোশ পরিহিত।ডাকাত দল চলে গেলে বাইরে এসে দেখেন ডাকাত দল কাটারের সাহায্যে গ্রিল কেটে ঘরে ঢুকেছিল।

এই বিষয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বেলু বলেন আমি প্রতিদিনের মত ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে শোর চিৎকারে ঘুম ভাঙলে দেখি সশস্ত্র ৫-৬ জন লোক। তারা ডাকাত পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যায়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ মোহাম্মদ বলেন,ডাকাতির ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শণ করেছি।এ ঘটনায় থানায় ডাকাতির মামলা রেকর্ড করা হয়েছে।পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ