আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে নিউ ঢাকা বেকারিকে ২০ হাজর টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮) জুলাই দুপর ১২টায় উপজেলার কালা বিবি দিঘীর মোড় এলাকার ঢাকা বেকারিতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
অভযানে নোংরা পরিবেশে পণ্য তৈরি করার দায়ে ঢাকা বেকারীকে এই জরিমানা করা হয়। ওই বেকারীতে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়দার খামির উচ্ছিষ্ট অংশ। বিস্কুকুটের ট্রেতে ময়লা পানি। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ওই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, প্রথমবার তাদেরকে জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামী দশ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে নতুনভাবে পণ্য তৈরি করার নির্দেশ দেওয়া হয়। আর তাতে যদি ব্যর্থ হয় ফ্যাক্টরি সিলগলা করে দেওয়া হবে বলেও শতর্কবার্তা দেয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ