চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অপারেশন ডেভিট হান্ট চলাকালে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২) ফেব্রুয়ারী ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ নবী হোসেন (৫৫), হাইলধর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আলম মামুন (৩০),বারশত ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন (৩৪),চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোঃ আরাফাতুল আলম (২৫) এবং ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চন্দনাইশ উপজেলার মোঃ ফরিদুল ইসলাম (৫০)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন বলেন,অপারেশন ডেভিল হান্ট চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেশে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।